মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত রোগের নাম সহজেই মুখস্থ করুন-সূত্রের মাধ্যমে।

কাজী নজরুল ইসলামের যেসব গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল বৃটিশ আমলে। সর্ট টেকনিকে মুখস্থ করার সূত্র জেনে নিন।

বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ । কে কোন বাহিনীর ।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম এক পলকে মুখস্থ করার সহজ পদ্ধতি

বুধবার, ২১ অক্টোবর, ২০২০

অধাতু এবং অর্ধপরিবাহী চেনার সহজ উপায়

মৌলভীবাজারে যেসব বিল আছে তা এক মিনিটে মুখস্থ করার উপায়

This is an educational page. where from people can get any easy method of education. People make a prepare from here for job, learning with enjoy. It may help the students, teachers, job seeker and any curious person. so subscribe this channel and stay with us.প্রতিনিয়ত চাকরীর প্রস্তুতি নিতে এমন সব বিষয় সামনে চলে আসে, যা বিব্রত করে ফেলে। দেখা যায় একই নামের বা একই রকম শব্দ বা একই উচ্চারণ অথবা কঠিন কিছু বিষয় যা কোনোমতেই মুখস্থ করা সম্ভব হচ্ছেনা। এরকম বিষয় নিয়ে সর্টকাট পদ্ধতিতে, সূত্রের সাহায্যে বা ছোট শব্দের সাহায্যে মনে রাখার মতো টেকনিক পাবেন এখানে। বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি, ইংরেজি গ্রামার, গণিত, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী, কম্পিউটার, বিজ্ঞান, রসায়ন, পদার্থ, জীব, সুশাসন ও নাগরিকতা, সাম্প্রতিক বিষয়াবলীসহ যেকোনো কঠিন ও জটিল বিষয়ের সহজ সমাধান। যেগুলো আপনার মনে রাখা কঠিন , তা খেলাচ্ছলে মনে রাখতে পারবেন। আপনি অতি সহজেই সব মনে রাখতে পারবেন। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সহযোগিতা করুন আমাদের। আপনাদের সার্বিক উন্নতিই আমাদের সর্বদা কাম্য।

কম্পিউটারের মেগাবাইটস সহজে বের করার উপায়